নাটোর প্রতিনিধি: নাটোরে ১ মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত মাসব্যাপী নাটোর শিল্প ও বাণিজ্য মেলার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকারের শিল্পবান্ধব পলিসিকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ মেলা ভূমিকা রাখবে। তিনি প্রধান উপদেষ্টার বিনিয়োগবান্ধব উদ্যোগকে আরো এগিয়ে নিতে নাটোর জেলা শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোক্তাদের সাধুবাদ জানান।
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুলু ও পুলিশ সুপার, অন্যান্য অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় শিল্প ও বানিজ্য সহায়ক নানা রকম স্টলের আয়োজন মেলাতে প্রানবন্ত করে তুলেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.