বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে ভূমি অধিগ্রহনের চেক বিতরণে  অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়ক এর যথাযথ মান প্রশস্ততা উন্নীত করণ নির্মাণ” প্রকল্পের ভূমি অধিগ্রহনের চেক বিতরণের অনিয়মের অভিযোগ করেছেন আশরাফ সরকার নামে ভুক্তভোগী এ ব্যক্তি। তাদের দখলকৃত জমিতে প্রকল্পের এ কাজের জন্য অধিগ্রহনকৃত জমির কোনো টাকা পাননি। 

এ ঘটনার জামালপুরের জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিলেও এর কোনো প্রতিকার পাননি তিনি। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আশরাফ সরকার। আশরাফ  সরিষাবাড়ী উপজেলার কোনাবাড়ী গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে । 

ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন হালুয়াঘাট শিমলা মাধব মৌজার ০,০৯০০ এর ভূমি যার এল এ কেইস নং-০৩/২০২২-২৩ । এ ভূমির উপর দিয়ে “দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়ক এর যথাযথ মান প্রশস্ততা উন্নীত করণ নির্মাণ” প্রকল্পের জন্য ভূমি ও ভূমিতে অবকাঠামো অধিগ্রহনের সিদ্ধান্ত নেয় সরকার। অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আলাল উদ্দিন এর ছেলে আনিছুর রহমান অসৎ উপায় অবলম্বন করে আশরাফ সরকারের জমি তার নামে তালিকায় অর্ন্ত:ভুক্ত করে নেয়। কোন প্রকার স্বত্ব, স্বার্থ বা ভূমি দখলে না থাকলেও তার নাম তালিকায় অর্ন্তভুক্ত ভুক্ত করায় প্রকৃত ভূমির মালিক জমি অধিগ্রহনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এতে ওই এলাকায় জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আশরাফ অভিযোগ করে কালের কন্ঠকে বলেন, গত বছর ১৯ আগস্ট আনিছুর রহমানের নাম কর্তনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন তিনি। এরপর জেলা প্রশাসক অফিস থেকে ওই বছর ৯ সেপ্টেম্বর কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে হাজির হতে নোটশ জারি করলেও আনিছুর রহমান শুনানিতে অংশ নেননি। তারপর দ্বিতীয় বার শুনানির নোটিশ করলেও তাতেই হাজির হননি তিনি। এরপরেও আনিছুর রহমানের নাম কর্তনের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এমন অবস্থার মধ্যে ১১ এপ্রিল জমি অধিগ্রহনের টাকা পরিশোধ না করে বাবা অগ্রিম জানান না দিয়ে বসতবাড়ি ভ্যকু দিয়ে ভাঙতে যায়। বার বার নিষেধ করা সত্ত্বেও ঘরের দেওয়াল, জানালা-দরজা ভেঙে দেয়। এ ঘটনায় ঘরের আসবাব পত্র ভাংচুরের ক্ষতিপূরন ও ভূমির মুল্যোর অতিরিক্ত ৫% টাকাসহ ভূমি ও ভূমিতে থাকা অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থের চেক প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জনিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম সাংবাদিকদের  জানান, এ বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

সরিষাবাড়ী জামালপুর

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়