বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জ সরকারি কলেজে সদ্য যোগদানকৃত অধ্যক্ষর শুভেচ্ছা বিনিময়

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজে সম্প্রতি যোগদানকৃত অধ্যক্ষ আজিজুল ইসলাম প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সাথে পরিচয় শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) সকালে কলেজে অধ্যক্ষ কার্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে উপস্থিত শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচয় পর্ব সম্পন্ন হয়। এসময় কলেজের সহকারী অধ্যাপক জামিল হোসেন, আ. ম শাহ সুলতান তালুকদার, প্রভাষক আহছান হাবীব (মিঠু) তালুকদার, মাহমুদুর রহমান, সিরাজুল হক শাহ, রশিদুল বারী,ল্যাপ সহকারি সাইদুর রহমান,অফিস সহকারী শাহিনুর রহমান সানুসহ কর্মরত শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে সদ্য যোগদানকৃত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান।

 গত ১৭ এপ্রিল ২০২৫ অনলাইনে তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। এর আগে অধ্যক্ষ নাছির আহমেদ-এর বদলিজনিত কারণে কলেজটির উপাধ্যক্ষ বসির আহমেদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব নেন।

প্রসঙ্গত, অধ্যাপক আজিজুল ইসলাম ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মজীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগ হতে ১৯৮৭-১৯৮৮ সেশনে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুশোন দুর্গাপুর এবং পরিবারসহ অবস্থান ময়মনসিংহ ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়