লালমনিরহাটের আদালতের নাজিরকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন


লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারর মহাসড়ক ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
লালমনিরহাটের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তৃতারা বলেন সম্প্রতি বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ।
এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান। এরপরেই লালমনিরহাটের সচেতন মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে এবং দ্রুত অভিযুক্ত ওই নাজিরকে স্থায়ী বরখাস্ত ও তাকে আইনের আওতায় আনার দাবি জানায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্ত করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় বক্তারা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।