বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোয়াংছড়িতে ট্রাক্টর পুকুরে পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ইকবাল মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত ব‍্যক্তি কুমিল্লা জেলা লালমাই থানার বাগমারা ইউনিয়নের জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দার মোহাম্মদ দুলাল মিয়া ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল ২৫) বিকালে দিকে কাইন্তারমুখ পাড়া এলাকার কৃিষি জমিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কাইন্তারমুখ এলাকার কৃষি জমিতে হাল দিতে গিয়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড় থেকে উল্টে পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে পানির ভিতরে শ্বাসরোধ হয়ে তিনি মারা যান। পরে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর চালককে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রোয়াংছড়ি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী জানান, চালক মোহাম্মদ ইকবাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে ঘটনাস্থলে মারা যায়। এই বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে, লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়