সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে। নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ ফিরোজ হোসেনের বড় মেয়ে এবং নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্টেন্ট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নূরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেণারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।