বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জমিজমার বিরোধে মামলা শিক্ষক কারাগারে

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: জমিজমা বিরোধের জেরে সংঘর্ষের মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয়(হিন্দু) শিক্ষক সজল পাইনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এদিকে ১ সপ্তাহ ধরে জেল হাজতে থাকা শিক্ষক সজল পাইন এর বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটিকে অবগত না করে বিষয়টি আড়ালে রাখার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক সত্য রঞ্জন দাসের বিরুদ্ধে। যদিও তিনি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ব্যস্ততার কথা জানিয়েছেন এ প্রতিবেদককে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে বাউফল থানা পুলিশ সজল পাইন কে আটক করে ওই দিনই আদালাতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন তাকে।

সূত্র জানায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসী কান্দা এলাকার সমির রঞ্জন পাল ও সজল পাইন গংদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত বছরের ২৮ ডিসেম্বর বিরোধীয় জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুত আহত সমির রঞ্জন পাইনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সমির রঞ্জন পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলা নং সিআর-৭০০/২৪। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, বিষয়টি আমি অবগত নই। অবগত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবর রহমান প্রতিবেদককে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন এমপিও ভুক্ত শিক্ষক কোন কারনে জেল হাজতে থাকলে তাকে স্কুল ব্যবস্থাপনা কমিটি সাময়িক বরখাস্ত করবেন এটা হল নিয়ম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়