সাদুল্লাপুরে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদেম হোসেন(৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ( ২৩এপ্রিল) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নে ইদিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল হুদা জানান, নিহত খাদেম হোসেন দুপুর থেকেই বাড়ির পাশে বৈদ্যুতিক যন্ত্রচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন। বিকেল ৪টার দিকে সংযোগ তার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।
পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সরজমিন যাই। এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।