বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝালকাঠি-রাজাপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় লিমন মোল্লা গুরুতর আহত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বরিশাল–পিরোজপুর মহাসড়কের নলবুনিয়া এলাকায় হঠাৎ থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোঃ লিমন মোল্লা। তিনি জাকির মোল্লার ছোট ছেলে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষदর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে যখন লিমন নিজস্ব মোটরসাইকেলে যাচ্ছিলেন। সামনে থাকা পরিবহনের পিছনের দিকে তার গাড়ির আঘাত লাগায় সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং থ্রি হুইলার এর সাথে সংঘর্ষ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। সংঘর্ষের সময় মাথার পিছন, সামনের অংশ এবং হাতে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা আহত লিমনকে তৎক্ষণাৎ রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরি বিভাগ এ কর্মরত চিকিৎসক তাঁর অবস্থার গুরুতরতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি থাকাকালীন চিকিৎ‌সাধীন অবস্থায় রয়েছেন এবং অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণ চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়