বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মধুপুর হাই স্কুলের নতুন সভাপতি হলেন বেলায়েত হোসেন

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার রানীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এতে রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন নতুন সভাপতি মনোনীত হয়েছেন। পদাধিকার বলে মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নওগাঁ জেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর রয়েছেন সদস্য সচিবের দায়িত্বে। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নতুন সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে স্কুলে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বাল্য বিয়ের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সুলতান মাহমুদ, কালিগ্রাম ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, অভিভাবক নজরুল ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ। এর আগে নতুন সভাপতি মোঃ বেলায়েত হোসেনকে কালিগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়