উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসানকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক করায় উল্লাপাড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পরোক্ষ যোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম হাসান উল্লাপাড়ার বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান জানান, মানবসেবায় নিবেদিত প্রাণ সহযোগী অধ্যাপক শামীম হাসান তাদের আন্দোলনে পরোক্ষভাবে বিভিন্ন সহযোগিতা দিয়েছেন।
তার এই অগ্রযাত্রাকে আমরা স্বাগত জানাই। সরকারি আকবর কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত জানান, শামীম হাসান স্যার কলেজের সকল শিক্ষার্থীদের একজন প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। তিনি সবসময়ই ছাত্রদের পাশে ছিলেন। এমনকি ২৪ এর গণঅভ্যুত্থানের আন্দোলনে শামীম হাসান স্যার পরোক্ষভাবে ছাত্রদের সহযোগিতা করেছেন। একই সঙ্গে আমাদের দুঃসময়ে স্যার আমাদের পাশে ছিলেন। আমি কলেজ শাখা ছাত্রদলের এবং ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি আকবর আলী কলেজ শাখার আহŸায়ক মাছুম আনাম বলেন, খ্যাতিমান ও আদর্শ শিক্ষক শামীম হাসান স্যার চলে যাবার জন্য যেমন দুঃখ পেয়েছি পাশাপাশি রাজশাহী শিক্ষাবোর্ডে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবার জন্য তেমনি আবার আনন্দিত ও গর্বিত হয়েছি। ২৪ গণঅভ্যূত্থানে ছাত্রদের আন্দোলনে স্যার সবসময়ই আমাদের পাশে ছিলেন।
উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির আহŸায়ক শহিদুল ইসলাম জানান, সরকারি আকবর আলী কলেজের অত্যন্ত দক্ষ ও সুযোগ্য শিক্ষক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে যোগদান করবেন যেনে তারা খুবই আনন্দিত। খুব শিগগিরই তারা তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। উল্লাপাড়া শিল্পকলা একাডেমীর শিক্ষক জিতেন্দ্র নাথ বিশ্বাস জানান, উল্লাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে শামীম হাসান এক উজ্জল নক্ষত্র। স্বচ্ছ ও আদর্শ শিক্ষক হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করেছেন তিনি। রাজশাহী শিক্ষাবোর্ডে তার পদায়নের জন্য আমরা সত্যিই গর্বিত। উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ময়নুল হোসাইন জানান, সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান তাদের খুবই প্রিয় শিক্ষক।
রাজশাহী শিক্ষাবোর্ডে তিনি বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। সমকাল সুহৃদ সমাবেশের প্রচার সম্পাদক আব্দুল আলীম জানান, উল্লাপাড়ার জনমানুষের প্রিয় মুখ শামীম হাসান স্যার রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক হওয়ায় আমরা আনন্দিত।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.