বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাঠালিয়ার কচুয়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার কচুয়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন। আজ ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়ায় ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস’ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক-কৃষানী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তামা কিরন, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ হাছিবুর রহমান, মহিবুল্লাহ সিফাত প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া ব্লকের উপ সহকারী কৃষি অফিসার মোঃ বখতিয়ার উদ্দিন শান্ত। অনুষ্ঠান শেষে অতিথিরা স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় বারি মুগ-৬ শষ্য ক্ষেত পরিদর্শন করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়