সংবাদের আলো ডেস্ক: রাজনৈতিক দল ও সরকারের সাথে আলোচনা করে স্বল্প সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে দলটি। পরে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিগত সময় নির্বাচন কমিশন সরকারের সহযোগী সংগঠনের মতো কাজ করেছে। এই কমিশনকে নির্বাচন পদ্ধতির ওপর আস্থা ফেরাতে হবে। ইসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে সংস্থাটিকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার বলেও মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
তিনি আরও বলেছেন, কমিশনের কাছে তারা ৩১ দফা লিখিত সুপারিশ দিয়েছেন। ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেনি। আজ তারা আচরণবিধির বিষয়ে বেশকিছু মতামত দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা বলেছি, একতরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করে, বিচার-বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করে, তাহলে এটার একধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার, কারচুপি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.