মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ১০ মিনিটের মধ্যে মারা গেল মেঝো ভাই

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: বড় ভাই ফকির মিয়া (৫৬) এর মৃত্যুর খবর শুনে ১০ মিনিটের মধ্যে মারা গেল মেঝো ভাই গাজী মিয়া (৫০)। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধ্য কালিনগর এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র জানায়, ২১ এপ্রিল সোমবার রাত ৭.৩০ মিনিটের দিকে ফকির মিয়া অসুস্থজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান।

বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন মেঝো ভাই গাজী মিয়া অসুস্থ বোধ করেন। তার ১০ মিনিটের মধ্যেই গাজী মিয়াও মারা যান।মঙ্গলবার সকাল ১০ টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই ভাইয়ের এক সঙ্গে জানাজা পড়ানো হয়। জানাজার নামাজ শেষে কালিনগর কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়