ডাস্টবিন থেকে উদ্ধার শিশু নায়লা এখন মায়ের কোলে


নারায়ণগঞ্জ প্রতিনিধি: ডাস্টবিন থেকে উদ্ধার শিশু নায়লা এখন মায়ের কোলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা মায়ের কোল খুঁজে পেয়েছে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শিশুটি এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা ও সেবার পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়। সোমবার সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, রোববার বাংলাদেশ নবজাতক হাসপাতালে সোনারগাঁ পৌর এলাকার নিঃসন্তান ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু দম্পতির কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যরা। ডা. মজিবুর রহমান মুজিব জানান, ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুস্থতায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে। তিনি বলেন, নবজাতকরা নিষ্পাপ। এভাবে তাদের পরিত্যাগ করা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মা সন্তানের দেখভালে অক্ষম হন, তবে তিনি চাইলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে আমরা শিশুটিকে গ্রহণ করব।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।