পারভেজ হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামগড় কলেজ ছাত্রদলের মানববন্ধন


রামগড় প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রামগড় সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে রামগড় সরকারি ডিগ্রী কলেজের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, এসব আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ,
সালমান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব, জাহিদ অন্তর, সাবেক সদস্য সচিব দাউদুল ইসলাম, সহ প্রমুখ। এসময় বক্তারা পারভেজ হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।