মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মায়ের হাত থেকে ছুটে অটোর ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ফাতেমার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মা তাপসী বেগমের হাত থেকে ছুটে রাস্তা পারাপারের সময় অটোতে ধাক্কা লেগে প্রাণ গেল দু বছরের বাচ্চা শিশু ফাতেমার। সে ভেড়ামারা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঁধপাড়া এলাকার বাসিন্দা ফরিদের মেয়ে।।গতকাল ২১শে এপ্রিল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে দু’বছর বয়সী পরিবারের একমাত্র মেয়ে ফাতিমা তার মা তাপসীর সাথে রাস্তার পাশ দিয়ে হাত ধরে হাঁটছিল। এমতাবস্থায় হাত ছেড়ে গেলে শিশুটি রাস্তার অন্যপাশে দৌড় দেয়। বিপরীত দিক থেকে আসা অটো গাড়ির পিছনের চাকায় ধাক্কা লেগে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওই একই অটোতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান,ফাতেমা নামের এক শিশু কন্যা নিরেট দুর্ঘটনাবসত তার মায়ের হাত থেকে ছাড়া পেয়ে অটোর ধাক্কায় মারাত্মক আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকাই আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়