রূপগঞ্জ (নারায়ন) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হিড়নালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে শান্ত নামের এক যুবককে একা পেয়ে তার বাইক পুড়িয়ে, তাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘঠনায় আসামীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীদের মাঝে একজনকে আটক করে পুলিশে দিয়েছে নিহতের স্বজনরা। ২১ এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত। এরআগে ১১ এপ্রিল শান্ত সরকারের উপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
নিহতের চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, পূর্বাচলে মাটি ক্রয় বিক্রয় ও ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা নিয়ে হিড়নালের তার ভাতিজা শান্ত' সরকারের সাথে কথাকাটির জেরে একই গ্রামের ছবুর ফকিরের ছেলে আসাদ ফকির,নাঈম ফকির, রানা ফকির, বিল্লালের ছেলে রোকনউদ্দিন, মামুন,সিয়াম মোল্লা, পলখানের বাছির উদ্দিনের ছেলে শাহিন আকন্দ, কালনীর নয়ন সরকার, বাদল শিকদার,আতাউর,কাজী জয়নালসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে প্রথমে শান্ত সরকারের বাইক পুড়িয়ে দেয়। পরে তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থল পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত শান্তকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর এভারকেয়ারে আইসিওতে ভর্তি রাখা হয়। এর ৮ দিন পর ২১ এপ্রিল সোমবার সকালে শান্ত মারা যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় সালাহউদ্দিন সরকার আরও জানান, শান্তকে গুরুত্বর আহত করার পর থানায় অভিযোগ ও মামলা নিতে গড়িমসি করায় আসামীরা পালিয়ে গেছে।
এতে বিচারহীনতায় ভুগছি। এগিয়ে শান্ত মারা যাওয়ার খবরে এলাকাবাসি আবিদ হাসান নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.