প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন


সংবাদের আলো ডেস্ক: স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ড. ইউনূস বলেন, আমরা পুরো প্রতিবেদনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব, যাতে নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সকলেই প্রস্তাবিত সংস্কার সম্পর্কে জানতে ও বুঝতে পারেন। আমি বিশ্বাস করি, এই সংস্কারগুলো স্কুলে পাঠ্য হওয়া উচিত, যাতে ছোটবেলা থেকেই নাগরিক সচেতনতা গড়ে ওঠে। কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই প্রতিবেদনটি মাসব্যাপী পরামর্শ, গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রস্তুত করা হয়।
স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে এই কমিশন গঠন করা হয়। তাঁর নেতৃত্বে কমিশনের কাজ করেছেন মোট ১১ জন সদস্য। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবির, মহসুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, এলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, এ. কে. এম. তারিকুল আলম, হেলেনা পারভীন এবং মজবাহ উদ্দিন খান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।