নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “সৌহার্দ্য উৎসব ও প্রীতিভোজ – ২০২৫”। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। তিনি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষকদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং এটি অন্যান্য অনুষদের জন্যও একটি দৃষ্টান্ত হতে পারে।” তিনি অনুষ্ঠানে শিক্ষকদের পরিবারের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজনে শিক্ষকদের স্ত্রীরাও অংশ নিতে পারেন, বিশেষ করে তাদের জন্য মজার খেলাধুলার আয়োজন যেমন বালিশ খেলা আয়োজন করা যেতে পারে।
” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। তিনি বলেন, “এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন শিক্ষক ও প্রশাসনের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।” অনুষ্ঠানটি আরএএমসি শপিং কমপ্লেক্স-এর সপ্তম তলায় অনুষ্ঠিত হয়, যেখানে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দুটি বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। প্রীতিভোজ ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানে উভয় বিভাগের বিভাগীয় প্রধানরা পৃথক শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তার দাবি তোলেন। তারা উল্লেখ করেন, দুটি বিভাগ বর্তমানে একটি রুমে ক্লাস নিচ্ছেন যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান জানান, প্রায়ই একটি ব্যাচ ক্লাসে থাকলে অন্য ব্যাচকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এর প্রেক্ষিতে উপাচার্য জানান, খুব শিগগিরই একাডেমিক ভবন-২ এর ৫তলায় কাজ শুরু হবে এবং এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে। এই উৎসবের মাধ্যমে শিক্ষকদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও গভীর হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.