সংবাদের আলো ডেস্ক: ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে। রোববার (২০ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।আমির খসরু বলেন, সংস্কারের বিষয়ে কোনও সংকট নেই, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না।
এর আগে, রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি লিয়াঁজো কমিটি সদস্যরা। এ সময়, সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ না বানিয়ে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানিয়েছেন বামের নেতারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.