রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল

সংবাদের আলো ডেস্ক: এই সময়ে যারা প্রাইমএশিয়া ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ এপ্রিল) বিকেলে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান এর স্মরণসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তারা এদেশের ভালো চায় না। দেশে অস্থিরতা চলছে। কিছু নির্ধারিত বিষয়কেও অনিশ্চিত করে ফেলছি আমরা। সব রাজনৈতিক দল, গোষ্ঠীর দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব পাবো নির্বাচনের মাধ্যমে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে সংগ্রাম শেষ হয়নি। গণতান্ত্রিক উত্তরণ হয়নি। নির্বাচিত সরকার পাইনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়