শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম


সংবাদের আলো ডেস্ক: জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে। আমরা মনে করছি এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে। এটি কেবলই ভিন্নমত। আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসীবাদী শক্তি নিতে পারে। তিনি বলেন, আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি। আমাদের পক্ষ থেকে বিভিন্ন মানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপে অংশ নিচ্ছি। মাঠের কর্মসূচীও যদি প্রয়োজন হয় ফ্যাসীবাদবিরোধী দলগুলোর সাথে আলোচনা করে যুগপৎভাবে উদ্যোগ নেয়া হবে।
নাহিদ ইসলাম জানান, কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসীবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। বিচারের ক্ষেত্রে ২টি ধাপ রয়েছে একটি ব্যক্তিকেন্দ্রিক এবং আরেকটি দলগত এনসিপি কোনটিকে গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি দলগতভাবে বিচার হওয়া উচিত। জুলাই গণহত্যা একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ। দলগতভাবেই আওয়ামী লীগ এতে নেতৃত্ব দিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।