সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে কোচ চাপায়  অটোরিক্সার যাত্রী নিহত, আহত ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে যাত্রীবাহী কোচ চাপায় অটোরিক্সার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোরিক্সা চালক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল এই দুর্ঘটনা ঘটে।  হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রতক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল বাজার থেকে একটি অটোরিক্সা এলাকায় পৌছলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আহাদ পরিবহনের কোচ চাপা দেয়।

এতে ঘটনাস্থলে অজ্ঞাত অটোরিক্সা যাত্রী (৩৫) এর মৃত্যু হয়। তখন গুরুতর আহত হয় অটোরিক্সা চালক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়