রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশ খেলাফত মজলিসে’র নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন 

আমানুল্লাহ আসিফ: বাংলাদেশ খেলাফত মজলিস এর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১৯ এপ্রিল শনিবার পৌর শহরের সাহাপাড়া রোড সংলগ্ন নূরে হেরা ফয়জুল উলুম মাদ্রাসায় এই কমিটি গঠন করা হয়।

২০২৫-২৬ সেশনের এই কমিটিতে আমবাগান কাজিবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াতুল্লাহকে সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি তৈয়ব আলী আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুস সবুর মুজাহিদ সহ-সভাপতি, মুফতি সেলিম আহমেদ সহ-সাধারণ সম্পাদক, মুফতি উমর ফারুক ফয়েজী সাংগঠনিক সম্পাদক, মুফতি ছামিদুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, মুফতি মঞ্জুরুল হক মুরাদ কোষাধ্যক্ষ, মুফতি আবু সুফিয়ান প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাফেজ আনোয়ার হোসাইনকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্য পদের সদস্যদের নাম শীঘ্রই প্রকাশ করবে দলটি।

কমিটি গঠনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামি আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, ইসলামি আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা মাহমুদ মোস্তফা, হাফেজ ইসমাইলসহ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম ওলামাবৃন্দ।

এসময় প্রকাশ করা হয় যে খুব শীঘ্রই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মা’মুনুল হক নালিতাবাড়ী উপজেলায়‌ আসবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়