কালীগঞ্জে হত্যা কাণ্ডের শিকার জান্নাতির সঠিক বিচার হলে আত্মা শান্তি পাবে।।


নুরুল ফেরদৌস, (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট কালীগঞ্জে চর ভোটমারি এলাকায় শিশু ধর্ষণ ও হত্যা কাণ্ডের শিকার জান্নাতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সঠিক বিচার নিশ্চিত হলে জান্নাতির আত্মা শান্তি পাবে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বুড়িমারী মহাসড়ক সংলগ্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করবে তাদের সমাজ থেকে বয়কট করা উচিত। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশন করে অপরাধীদের সমাজে চেহারা তুলে ধরবেন, যাতে তাদের শাস্তি নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, ধর্ষণসহ যেকোনো ভয়ংকর অপরাধের শাস্তি দ্রুত ও কঠিন হওয়া উচিত। বিচার দীর্ঘসূত্রিত হলে তা কার্যকর হয় না, শাস্তি নিশ্চিত হলে সমাজে শান্তি ফিরে আসবে। এসময় ডা. শফিকুর রহমান কুরআনের আইন কার্যকর করার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন এবং বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বাস করবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।