রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে পারুল আক্তার (৪৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পূর্বধলা থানাধীন ৪ নং জারিয়া ইউনিয়ন এর নাটেরকোনা গ্রামের নলোয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিহত পারুল আক্তার ঐ এলাকার মো: দিলন মিয়ার স্ত্রী। দিলন মিয়া মাছের ব্যবসায়ী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে স্বামী সন্তানকে নিয়ে খাবার শেষ করে রাত অনুমান ৯.০০টার দিকে শুয়ে পড়ে। পরে ভোর বেলা উঠে ফজরের নামাজ পড়েন নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরে পারুল আক্তারের ছোট মেয়ে লামিয়া (০৭) ঘুম থেকে উঠে কান্না করে তার মাকে খুঁজতে থাকে। ঘরের ভেতর না পেয়ে পাশে তার চাচার ঘরে গিয়ে দেখতে পায় তার মা বাশের আরার সাথে ঝুলে আছে। পরে ডাক চিৎকার করিলে আশপাশের লোকজন ও তার বাবা এসে দেখে থানায় খবর দিলে পুলিশ পারুল আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত পারুল আক্তারের ছোট মেয়ে লামিয়া জানায়, গতকাল তার তাকে বলে যে আমাকে যদি কোনদিন খুঁজে না পাওয়া যায় তাহলে তোমার চাচার ঘরে আমাকে খুঁজলে পাওয়া পাবে। লামিয়ার চাচার নাম মিলন (৫০) মিলন। তিনি ৩/৪ মাস যাবত সপরিবারে ঢাকায় চাকরি করেন। বাড়িতে কেউ থাকতেন না।

প্রতিবেশী সূত্রে জানা যায়, নিহত পারুল আক্তার এর তাদের অভাব অনটনের কারনে সাথে স্বামীর প্রায় সময় ঝগড়া হতো। তাদের দুই ছেলে নরসিংদীতে চাকরি করে। তারা সংসারে কোন টাকা পয়সা দিত না। স্বামী দিলন মিয়া মাছের ব্যবসায় সংসার অনেক কষ্টে চলত।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়