সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা আটক


এএস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযানে উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের ৬ নেতা কর্মীকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ৬ নেতা কর্মীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মনির হোসেন (দুর্লভ) (৪২) বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম (৪৪)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, তাদের জিঙ্গাসাবাদ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কোন মামলায় আদালতে পাঠানো হবে তা বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে। উল্লেখ্য, ৫ আগষ্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম সাটুরিয়ায় একযোগে ৬ আওয়ামী লীগের নেতা কর্মী আটক করল থানা
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।