শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

সংবাদের আলো ডেস্ক: বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি না তা বের করে দূরীকরণেরও কাজ চলছে। স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও কামনা করেন প্রধান বিচারপতি।

এদিন ব্রাকের সহায়তায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এলআরএফ কার্যালয়ে আসেন তিনি। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা।এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন। হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামোও পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়