শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু  আহত-১

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।এসময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতরা হলেন, মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের  সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৩),  কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫)  ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের রাখাল সরকার(৭০) রাখাল সরকার হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে। স্থানীয়রা জানান রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন বিকালে সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুর কুলে ঢলে পড়েন। তার সাথে থাকা একই গ্রামের রানু মিয়া ( রানু পাগলা) নামের একজন আহত হয়। 

অপরদিকে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামীম মড়ল জানান, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে পায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। খাালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি অবগত আছেন বলে জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, আমরা খোঁজ নিয়ে নিহত এবং আহতদের সরকারী সহায়তাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকবো। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়