ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার আর নেই


আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী সরকার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। ১৬ এপ্রিল বুধবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা যান আইয়ুব আলী। পরে পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব আলী সরকার সরকারী নাজমুল স্মৃতি কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন। তিনি মরিচপুরান ইউনিয়নের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান। এর আগেও একবার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ও সদালাপি ছিলেন তিনি। ন্যায়বিচারের জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত আইয়ুব আলী সরকার। আজ বাদ আছর গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে তার নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।