শেরপুর প্রতিনিধি: 'দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার' এ শ্লোগানে শেরপুরে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রিট বাতিলসহ যৌক্তিক ৬দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১ টায় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী শাহাজাদা আহম্মেদ জীবন, নাজমুল হাসান, শরীফ আহম্মেদ, আরকানসহ অনেকেই।
বক্তারা, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথা জানান। একইসাথে ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারসহ ৬টি দাবি জানায় শিক্ষার্থীরা। যদি দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.