বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আনন্দঘন ও বর্নিল পরিবেশে বাংলা নববর্ষ পালন করলো ডন বস্কো কলেজ

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন ও বর্নিল পরিবেশে বাংলা নববর্ষ পালন করলো ডন বস্কো কলেজ।  সোমবার দিনব্যাপী প্রায় ১৫০০শ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের  অংশগ্রহণে কলেজ চত্বরে নানা অনুষ্ঠান হয়। সকালে  হয় একটি আনন্দ র‌্যালি  এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে  শিক্ষার্থীরা  নাচ, গান ও অভিনয়  করে।   শিক্ষার্থীদের উদ্যোগে ছিলো বিভিন্ন প্রকারের ‘বৈশাখী  স্টল’। উক্ত স্টলগুলোতে ঐতিহ্যবাহী বাঙালি খাবারসমূহ বিক্রয় করা হয়।এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডন বস্কো কলেজ মাঠে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধূলা  হা-ডু-ডু, গোল্লাছুট ও ফুল টুক্কা সহ ইত্যাদির আয়োজন হয়। অনুষ্ঠানের আরও একটি আকর্ষণীয় আয়োজন ছিল ‘বৈশাখী লটারি’। উক্ত লটারিতে বিজয়ীদের মাঝে বাইসাইকেল, রাইস কুকার, আয়রন, ছাতা ও স্কুল ব্যাগসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

বর্ষবরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  প্রতিষ্ঠানের পরিচালক  ফাদার পাওয়েল কোচিওলেক। গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নিজ সংস্কৃতিচর্চার প্রতি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার লক্ষে এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বলে জানায়  আয়োজকরা৷ অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী , অভিভাবক ও শিক্ষকগণ মত প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নিজ সংস্কৃতির প্রতি অনুরাগ ও ভালবাসা বৃদ্ধি করবে যা একসাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে অনুপ্রাণিত করবে। এই সুন্দর আয়োজনের জন্য কলেজ ও স্কুলের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে  ফাদার পাওয়েল কোচিওলেক  সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়