সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনার মদনে ছাগল নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু 

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন(৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ হাসপাতালে নিলে সেখানে ইমাম হোসেন ভোরে মারা যান। এ খবর রবিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়া অন্যান্য আহতরা পালিয়ে যান।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, গতকাল বিকালে আকাশ্রী গ্রামের একটি ছাগল হারানোকে কেন্দ্র করে ওই  গ্রামের দুই পক্ষের মধ্যে তর্ক বির্তক লাগে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়।এতে ৫ থেক ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেয় নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়