বউ চলে যাওয়ার দুঃখে প্রবাসী যুবকের আত্মহত্যা


মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে দাম্পত্য কলহে বউ চলে যাওয়াই সুজন মোল্লা (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা কদমতলী এলাকার মৃত আফজাল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মোল্লার মা বাবা কেউ বেঁচে নেই। খালার বাড়িতে থাকতেন। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
সম্প্রতি তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন। তিনি প্রবাস থেকে স্ত্রীকে টাকা দিতেন, সে টাকার হিসেব নিয়ে মনোমালিন্য হলে স্ত্রী তাকে তালাক দেয়। এসব বিষয় নিয়ে একটি চিরকুট লিখে যুবক আত্মহত্যা করেছেন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।