মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত সোহেল হাওলাদার (৩৫) অবশেষে ১০ বছর পর পুলিশের হাতে ধরা পড়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা এক মামলায় আদালত সোহেল হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘ এক দশক ধরে পলাতক ছিলেন।
সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হলে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানান ওসি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.