চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের মামলা


সংবাদের আলো ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেয়ার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। ওই ব্যক্তি প্রথমে পর্দার ভেতরে ঢুকে মোটিফে লিকুইড দেন। তারপর আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দীর দিকে চলে যায়। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রসঙ্গত, শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে শান্তির পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবারের নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এবারের আয়োজনে প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’। এটির উচ্চতা ২০ ফুট ছিল। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়েছিল। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। অনেকেই এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন। উল্লেখ্য, এবার থেকে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম আর থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।