মোঃ জাহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে নির্মম হত্যা: অজ্ঞাত ঘাতকদের হাতে নিহত আলমগীর তালুকদার, লাশ ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটে গেলো এক মর্মান্তিক হত্যাকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কাসেম সিকদারের জামাতা মোঃ আলমগীর তালুকদারকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে পাশের একটি ঘরে ঝুলিয়ে রাখে। ঘটনাস্থলটি সিকদার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত এবং চারপাশে বসতির অভাব থাকায় কেউ দীর্ঘ সময় বিষয়টি টের পায়নি।
জানা যায়, হত্যার পর ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ কারণে লাশটি দীর্ঘ সময় ঘরের ভিতরে ঝুলে থাকে এবং পচন ধরতে শুরু করে। পরিবারের সদস্যরা দূরে বসবাস করায় কিংবা নিয়মিত যোগাযোগ না থাকায় অনেক দিন পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ১২ এপ্রিল ২০২৫ তারিখ সকালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমগীর তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর একটাই প্রার্থনা — "আল্লাহ যেন এই ঘাতকদের দ্রুত বিচার করেন এবং সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড — কার্যকর করেন। আমিন।"
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.