খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে নাজিরা খাতুন (১৬) নামে এক S.S.C পরিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দাবি এসএসসি পরিক্ষার ভালো না হওয়ার কারণে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার ডিডি শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই পরিক্ষার্থী জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরিক্ষার্থী ও ডিডি শাহবাজপুর গ্রামের নজরুল তালুকদারের মেয়ে।
নাজিরা খাতুনের মা ছন্দা বেগম জানান, এসএসসি পরিক্ষা ভালো না হওয়ার কারণে তার মন খারাপ ছিলো। সকালে নাজিরা তার ভাইকে তাঁর বিদ্যালয়ে প্রস্তুতি করে পাঠিয়ে দেয়। এরপর ঘরে এসে দেখে নাজিরা ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকে জানান, বিষয়টি শোনার পর ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.