রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম’আ পুরান ঢাকার বংশাল নর্থ সাউথ রোড এলাকায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী ও সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর নির্দেশনায় কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানববন্ধনে অংশ নিয়ে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানায়। এসময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী বক্তব্য বলেন, ইসরাইলের নির্মম বর্বর নির্যাতন গণহত্যার প্রতিবাদ আজকে একদিকে যেমন মুসলিমেরা জানাচ্ছে, তেমনি গোটা বিশ্বের অমুসলিমরাও সেই ইউরোপ-আমেরিকার সাধারণ মানুষ নির্মম বর্বর গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। একইভাবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইল বর্বর এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমারা জানাই। এবং অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ করতেই হবে এ মর্মে গোটা বিশ্বের মুসলিম শাসক ও জনতা সকলকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন, অন্যতম সহ-সভাপতি প্রফেসর ডঃ মুহাম্মদ রইস উদ্দিন, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর জমঈয়তের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শাইখ ইহসানুল্লাহ, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর সভাপতি আবদুল্লাহ ফারুক প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়