শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সংবাদের আলো ডেস্ক নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছিল। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যার পক্ষের সানোয়ার মোল্যা একটি মামলায় নড়াইল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যার লোকজন তাকে মারধর করে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা চালায়।

খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্যা (৫৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনার পর এলাকায় কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম ফরিদ মোল্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এলাকায় রয়েছি। প্রতিপক্ষের বাড়ি ভাঙচুরসহ সহিংসতা যাতে না ঘটে, সে চেষ্টা করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়