বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নলছিটিতে বহিষ্কার ১ শিক্ষার্থী, অব্যাহতি ৩ শিক্ষক

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটি উপজেলায় অসদুপায় ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষক পরীক্ষাকালে দায়িত্বে গাফিলতি করায় তাদেরকে অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন। একই দিনে হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হন। এ সিদ্ধান্ত নেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. ইয়াসিন। তিনি হদুয়া মাদরাসার ছাত্র। আর দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া তিন শিক্ষক হলেন—নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা ও প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় উপজেলায় ৯টি কেন্দ্রে মোট ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৫১ জন। এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “আমরা স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। সে কারণেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়