উল্লাপাড়ায় দখলকৃত জমি উদ্ধার করতে গিয়ে যড়যন্ত্রে শিকার – পাভেল মিয়া


রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অবৈধ ভাবে দখলকৃত জমি আওয়ামীলীগ পরিবারের হাত থেকে রক্ষা করতে গিয়ে যড়যন্ত্রে শিকার এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল নেতা পাভেল মিয়া। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদ্য বহিস্কৃত ছাত্রদল নেতা পাভেল মিয়া জানান বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তার নামে ৮ টি মিথ্যা মামলা দিয়েছিল। কথিত সাংবাদিক রাহিত রনি তার মামা উল্লাপাড়া পৌর মেয়রের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের (পাভেলদের) জমি ১০ বছর আগে দখলে নেয় বলে তার দাবি। তিনি দখলদার রাহিত রনির বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারেনি তার নামে রাহিত রনি মিথ্যা মামলা দিয়েছে। ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই দখলকৃত জমি তারা উদ্ধার করেছে, জমিটির বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু রাহিত রনি ফেজবুকে অপপ্রচার করে বলেছে জমিটি তাদের। এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই অপপ্রচার পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের এমন সিন্ধান্তে তিনি হতাশ হয়েছেন বলে জানান। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদল কে তদন্তের মাধ্যমে সিন্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। এবং তিনি তার প্রতি অন্যায়ের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান সিদ্দিকী, ছাত্রদল নেতা পারভেজ সহ প্রমূখ। প্রসঙ্গত: গত ৮ এপ্রিল পাভেল মিয়ার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ উঠলে কোন তদন্ত ছাড়াই তাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।