সংবাদের আলো ডেস্ক: সিলেটে থানা পরিদর্শনের সময় লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখেন তিনি। আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, 'এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না।' পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 'আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে।
আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।' তিনি বলেন, 'আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন। তিনি বলেন, অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যাই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?' স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে আর কোনও মব সহ্য করা হবে না। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে। এ সময় মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.