বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৮৫৭ জনের মধ্যে ২৭৯জন অনুপস্থিত, দাখিল ৫ হাজার ৮১২জনের মধ্যে ১৭১জন, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৬৪৭ জনের মধ্যে ৯৭জন এবং দাখিল ভোকেশনাল ৫৮ জন শিক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহেন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৪২টি কেন্দ্রে ৩৯টি ভেন্যু, দাখিল পরীক্ষার ১৫টি কেন্দ্রে ৩টি ভেন্যু, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২৫টি কেন্দ্রে ৫টি ভেন্যু এবং দাখিল ভোকেশনাল ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রথম দিন জেলা প্রশাসক শরীফা হক সহ জেলা ও বিভিন্ন উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্র ও ভেন্যুগুলো পরিদর্শন করেছেন। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয় দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময় জেলার কোন ভেন্যুতে কোন শিক্ষার্থী বহিষ্কারের খবর পাওয়া যায়নি। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহেন্ত জানান, এবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশ ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক শরীফা হক পরীক্ষার বিষয় সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি সার্বিক বিষয় তদারকি করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়