নাগরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান


মনিরুল ইসলাম নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ২০২৫ ইং অনুষ্ঠিত এসএসসি / সমমান পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম দিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান উপজেলার ছয়টি কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নাদির আহমেদ ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।