শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে নাগরপুরে ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি: বাঁচাও ফিলিস্তিন”বাঁচাও গাজা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলের নাগরপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেইট প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই। সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নাগরপুর সভাপতি মুফতি আব্দুল হাদী, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলনের সভাপতি মো.বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাতীয় মাশায়েখ মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আমিনী, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম সিরাজি, সাংগঠনিক সম্পাদক হেলাল প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়