বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসার পথে অটোরিকশা কেড়ে নিল মায়ের প্রাণ

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: মেয়ে এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে সাথে এসেছিলেন মা। কিন্তু মায়ের আর বাড়ি ফেরা হলো না। রাস্তায় অটোরিকশা চাপায় মৃত্যু হয়েছে শিরীনা বেগম (৩৮) নামে ওই মায়ের। গতকাল বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার চরবসন্তি এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিরীনা উপজেলার রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়