শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে অগ্রণী ব্যাংকের আয়োজনে আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালিত

রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোনার দুর্গাপুর শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এ দিবস পালিত হয়। আলোচনা সভায় অগ্রণী ব্যাংক পিএলসি দুর্গাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. কাজল মিয়ার সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার বিকাশ পাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অগ্রণী ব্যাংক পিএলসি নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল তালুকদার, বিদ্যুৎ সরকার, আব্দুর রহমান, টুকন সরকার, কবি লোকান্ত শাওন, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, শিক্ষার্থী নুরে আলম খান প্রমুখ।

প্রধান অতিথি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন, আর্থিক সাক্ষরতা বলতে কোনো ব্যক্তির অর্থসংক্রান্ত সেই জ্ঞান, দক্ষতা ও মনোভাবকে বোঝানো হয়, যা ব্যক্তি তাঁর অর্থ সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবহার করে থাকেন। এছাড়াও তিনি আর্থিক জ্ঞানের বিভিন্ন দিক যেমন ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, আর্থিক পরিকল্পনার গুরুত্ব, সঞ্চয়ের উপকারিতা, বিনিয়োগের মাধ্যম ও ঋণ গ্রহণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। আমন্ত্রিত অতিথিরা অগ্রণী ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং বলেন গ্রাহকরা যাতে কোনরকম ভোগান্তির শিকার না হয় সেদিকে সবসময় নজর রাখার জন্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়