শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এএস সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ায় ময়না আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম। পারিবারিক কলহের জেরে ময়না আক্তার মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ময়না আক্তার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ের উত্তর রৌহা গ্রামের জামাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, রাতেই ময়না আক্তারকে উদ্ধার করে পরিবারের লোকজন মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়